নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷প্রতিবেশী দেশের বাংলাদেশ দূর্গা পূজার সময় ও তৎপরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের পুজো মণ্ডপ ও বাড়িঘরে হামলা সহ হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেচাকমা অ্যাসোসিয়েশন৷ চাকমা জনজাতি সংগঠনের আটটি সংগঠন যৌথভাবে সোমবার বাংলাদেশের ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রদান করা ডেপুটেশন ও স্মারক লিপিতে বাংলাদেশে ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা দাবি জানিয়েছেন৷
বাংলাদেশের হিংসাত্মক কার্যকলাপের পুঁজি করে আমাদের রাজ্যে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত না হয় সেজন্য সংগঠনগুলির তরফ থেকে রাজ্যের শান্তিকামী সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এদিকে ডেপুটেশন প্রদানকারী সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের সরকারি হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কালে রিসিভ কপি দিতে বলা হলে সহকারি সহকারী হাইকমিশনার অফিস থেকে রিসিভ কপি দিতে অস্বীকার করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ তারা অসন্তোষ ব্যক্ত করেছেন৷