নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ডেঙ্গি থেকে সেরে উঠছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এইমস থেকে বাড়িতেও ফিরেছেন তিনি। সোমবার এমনটাই জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর। চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টা ও মনমোহনের সুস্থতা কামনার জন্য চিকিৎসক, নার্স ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন গুরশরণ কৌর।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর জানিয়েছেন, ডাঃ মনমোহন সিং বাড়িতে ফিরেছেন। তিনি ডেঙ্গি থেকে সুস্থ হচ্ছেন। চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। শুভাকাঙ্খীদেরও ধন্যবাদ। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমস-এ ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। সুস্থ হওয়ার পর রবিবারই এইমস থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। ফিরেছেন নিজের বাড়িতে।