Ashish Das joined the Trinamool : তৃণমূলে যোগ দিলেন রাজ্যের বিজেপি বিধায়ক আশিস দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জোড়া ফুল হাতে নিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরমার আশিস দাস এবং পশ্চিমবঙ্গের রাজীব বন্দ্যোপাধ্যায়৷


ত্রিপুরা হাইকোর্টের রায়ে শর্তাধীন জনসভার আয়োজন হয়েছে৷ সভায় একই মঞ্চে উপস্থিত রয়েছেন হাওড়ার বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আজ রবিবারই প্রকাশ্য জনসভায় অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘরওয়াপসি হয়েছে তাঁর৷ এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংসদ সুস্মিতা দেব, সাংসদ ডা. শান্তনু সেন, কুনাল ঘোষ, ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক, আশিসলাল সিংহ, প্রকাশ দাস, মুজিবুর রহমান, জয়া দত্ত, সুদীপ রাহা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *