নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দেশব্যাপী লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও। দিল্লি ছাড়া দেশে সমস্ত মেট্রো শহরেই ১০০-টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ডিজেল। জ্বালানির মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল দেশবাসী। সোমবারও মহার্ঘ্য হল জ্বালানি তেলের দাম। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১১০-টাকা ছুঁইছুঁই, কলকাতায় ১১০-টাকার গণ্ডি ছাড়িয়েছে পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের।
সোমবার দিল্লিতে ০.৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ফলে রাজধানীতে এদিন পেট্রোলের দাম ১০৯.৬৯ টাকায় পৌঁছেছে এবং ডিজেলও ০.৩৫ পয়সা বেড়ে ৯৮.৪২ টাকা ছুঁয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৫.৫০ টাকা ও ডিজেল ১০৬.৬২ টাকা। কলকাতায় সোমবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১১০.১৫ টাকায় এবং ডিজেলের বর্ধিত দাম ১০১.৫৬ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৬.৩৫ টাকা ও ডিজেল ১০২.৫৯ টাকা।