লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রমও করতে পারে দেশ, প্রমাণিত হল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কঠিন থেকে কঠিনতম লক্ষ্য পূরণের জন্য দেশ যে কঠোর পরিশ্রম করতে পারে, তা দেশবাসী দেখিয়ে দিল। শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীর ভূয়সী প্রশংসা করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র সংখ্যা নয়, দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ভারত দেখিয়ে দিল, তাঁরা কঠোর সংকল্পের মধ্যে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য অর্জনে সক্ষম।” শুক্রবার সকাল দশটা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এদিন শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, “২১ অক্টোবর ১০০ কোটি কোভিড-১৯ টিকাকরণের লক্ষ্য অর্জন করেছে ভারত। এই প্রাপ্তি দেশের প্রতিটি মানুষের। আমি এই কীর্তির জন্য প্রতিটি নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। করোনার সময় কর্তব্য পালন করেছে দেশ। তাতেই এসেছে সাফল্য। এই সাফল্য দেশের প্রতিটি মানুষের। ১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র সংখ্যা নয়, দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। প্রমাণিত হয়েছে কঠিন থেকে কঠিনতম লক্ষ্যও সফলভাবে অর্জন করতে পারে ভারত, এটা প্রমাণিত হল যে, লক্ষ্য পূরণের জন্য দেশ কঠিন পরিশ্রমও করতে পারে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতের টিকাকরণ অভিযান ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের’ একটি প্রাণবন্ত উদাহরণ।” প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “আমাদের গর্ব করা উচিত, কারণ ভারতের সম্পূর্ণ টিকাকরণ কর্মসূচি ‘বিজ্ঞান-চালিত এবং বিজ্ঞান ভিত্তিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তিশীল।”

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতের অর্থনীতি সম্পর্কে ভারত ও বিদেশের বিশেষজ্ঞরা খুবই ইতিবাচক। বর্তমানে ভারতীয় কোম্পানিতে শুধু রেকর্ড বিনিয়োগই আসছে না, বরং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।” বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে ভারত নজির সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “দেশে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত। গোটা বিশ্ব এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে। এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হোত। এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

করোনার প্রকোপ ভারতের নিম্নমুখী হলেও, একেবারে নির্মূল হয়নি মারণ এই ভাইরাস। তাই দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আসন্ন উৎসব অত্যন্ত সতর্কতার সঙ্গে উদযাপন করুন। যারা টিকার প্রথম ডোজ এখনও নেননি, তাঁদের বলছি যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিয়ে নিন। যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের বলছি অন্যদের উৎসাহিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *