জম্মু-কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক, টার্গেট করা হচ্ছে শ্রমিকদের : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। উদ্বিগ্ন সঞ্জয় রাউত বলেছেন, বিহারি শ্রমিক, কাশ্মীরি পণ্ডিত এমনকি শিখদেরও টার্গেট করা হচ্ছে। জম্মু-কাশ্মীর ও লাদাখে কী হচ্ছে, তা দেশকে জানানো উচিত প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রসঙ্গত, কাশ্মীরে সাম্প্রতিক সময়ে বহুবার জঙ্গি হামলার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যের শ্রমিকদের রক্তে রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। রীতিমতো ভয় ও আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা।

এমতাবস্থায় সোমবার সঞ্জয় রাউত বলেছেন, “জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। বিহারি শ্রমিক, কাশ্মীরি পণ্ডিত এমনকি শিখদেরও টার্গেট করা হচ্ছে। পাকিস্তানের কথা হলে আপনারা সার্জিকাল স্ট্রাইকের কথা বলেন, চিনের ক্ষেত্রেও এমনটা করা উচিত। জম্মু-কাশ্মীর ও লাদাখে কী হচ্ছে, তা দেশকে জানানো উচিত প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর।” উল্লেখ্য, বিগত ২৪ ঘন্টার মধ্যে তৃতীয়বার কাশ্মীরে আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। চলতি মাসে কাশ্মীরে জঙ্গি হামলায় ১১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা, পরিবারকে নিয়ে সকলেই ফিরে যাচ্ছেন নিজ নিজ বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *