India will achieve the height : সকলের অংশগ্রহণেই ক্রীড়া ক্ষেত্রে প্রাপ্য উচ্চতা অর্জন করবে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): দেশবাসীর কাছে ক্রীড়াকে উৎসাহ প্রদানের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “সকলের অংশগ্রহণেই ক্রীড়া ক্ষেত্রে প্রাপ্য উচ্চতা অর্জন করতে পারবে ভারত।” বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ দেখেও খুশি প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আবেগ মেজর ধ্যানচাঁদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা।”

ক্রীড়াকে উৎসাহ প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এই গতি থামতে দেওয়া উচিত নয় আমাদের। গ্রাম, টাউন ও শহরে আমাদের খেলাধুলার মাঠ অবশ্যই পরিপূর্ণ হতে হবে। শুধুমাত্র সকলের অংশগ্রহণের মাধ্যমেই, ক্রীড়া ক্ষেত্রে প্রাপ্য উচ্চতা অর্জন করতে পারবে ভারত।” টোকিও অলিম্পিকের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, “৪০ বছর পর এই বছর অলিম্পিকে হকিতে পদক জিতেছি আমরা। আপনারা কল্পনা করুন মেজর ধ্যানচাঁদ কতটা খুশি হতেন। আমরা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি। খেলাধুলার প্রতি এই আবেগ মেজর ধ্যানচাঁদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা।”

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ” বিগত অনেক বছর ধরে ‘স্বচ্ছতা’ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। এখন, ইন্দোরের মানুষজন তাঁদের শহরকে ‘ওয়াটার প্লাস সিটি’ করার সঙ্কল্প নিয়েছেন। আমাদের দেশে, ‘ওয়াটার প্লাস’ শহরের সংখ্যার সঙ্গেই পরিচ্ছন্নতার উন্নতি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *