School children are in trouble : সমস্যায় পড়েছেন গাড়ী চালক, পথচারী সহ স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। রাজ্যে সরকার পালাবদল হলেও এখনো গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পালাবদল হয়নি। বর্ষাকাল তো দূরের কথা সুকা মৌসুমেও গাড়ি কিংবা বাইক নিয়ে চলাচল তো দুরস্ত। পায়ে হেঁটে চলাচল করতেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের।সমস্যায় পড়েছেন গাড়ী চালক, পথচারী সহ স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। ঠিক তেমনি উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএমজিএসওয়াই রাস্তাগুলি কৃষিজমিতে পরিণত হয়েছে।কৃষি জমিতে পরিনত হওয়ায় মরণফাঁদে দাঁড়িয়েছে কদমতলা বিধানসভার ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট।

মূলত কদমতলা ব্লকের নাকেরডগা থেকে পঞ্চায়েত অফিস সংলগ্ন বাঘন ঝেরঝেরির বুক চিরে কুর্তি যাওয়ার পিএমজিএসওয়াই রাস্তাটির প্রায় ছয় কিঃমিঃ যায়গা দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত।দপ্তর উদাসীনতা দেখিয়ে কোন ধরনের সংস্কার অথবা মেরামতির উদ্যোগ গ্রহণ করেছে না।তাছাড়া উত্তর জেলার সীমান্তবর্তী সবথেকে বৃহৎ বাজার হচ্ছে কদমতলা বাজার।আর সেই বাজারের সাথে উক্ত রাস্তা দিয়ে যোগাযোগের সম্পর্ক রয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের। তাছাড়া এই রাস্তা দিয়ে যোগাযোগের সম্পর্ক রয়েছে পার্শ্ববর্তী রাজ্য অসমের সীমান্তবর্তী এলাকার লোকজনদেরও। প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার মানুষের যাতায়াত হয়ে থাকে কৃষি সমতুল্য এই রাস্তা দিয়ে দিয়ে।

রাস্তাটির বেহাল দশার ফলে ঘটে থাকে পথ দুর্ঘটনা। উক্ত রাস্তার পাশেই রয়েছে কদমতলা পঞ্চায়েত অফিস, পশু চিকিৎসালয়, বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান। এদিকে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে পথচলতি জনগণ একহাঁটু কাঁদা জল পেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে হয়।এলাকার লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারংবার বেহাল সড়কটির বিষয়ে অবগত করলেও কোন এক অজ্ঞাত কারণে কর্ণপাত করছেন না দপ্তরের কর্মকর্তারা।এনিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ।বর্তমান বর্ষা মৌসুমে কৃষি সমতুল্য পিএমজিএসওয়াই রাস্তাটি যদি পূর্ত দপ্তর মেরামতির উদ্যোগ গ্রহণ না করে তবে আগামী দিনে রাস্তা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলেও হুঁশিয়ারি দেন এলাকার জনগণ।