Questions among the common people : বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন

বিশালগড়, ২৬ আগস্ট : বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে দমকল বাহিনীর কর্মী সহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মূল ফটকের সামনে সারিবদ্ধ ভাবে বাইক দাঁড় করিয়ে রাখার ফলে ভিতরে প্রবেশ করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। দিনের পর দিন বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। বৃহস্পতিবার ফের গুরুতর অসুস্থ রোগী নিয়ে এসে সমস্যার সম্মুখীন হতে হয় বিশালগড় দমকল বিভাগের কর্মীদের। জানা গেছে, বিশালগড় মহকুমা হাসপাতালের যে মূল ফটকটি অর্থাৎ ইমারজেন্সিতে যাওয়ার জন্য যে ফটকটি রয়েছে সেখানে প্রায় সময় যানজট লেগে থাকে । বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


বৃহস্পতিবার এক গুরুতর অসুস্থ রোগী নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে প্রবেশ করার সময় মূল ফটকের সামনে যানজটের কারণে বেশ কিছুক্ষণ দাড়িয়ে থাকতে হয় দমকল বিভাগের কর্মীদের। দমকল বিভাগের কর্মীরা জানান, প্রায় সময় হাসপাতালে রোগী নিয়ে আসার পর তাদেরকে এই যানজটের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বিশালগড় মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য অধিকারীকের এ বিষয়ে কোনো হেলদোল নেই। বরং তিনি বেশিরভাগ সময় প্রাইভেট চেম্বার নিয়ে বসে থাকেন বলে অভিযোগ।
জানা গেছে, বিশালগড় মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে সাধারন মানুষ বাইক পার্কিং করে রাখেন।

যার দরুন প্রায় সময় রোগী নিয়ে এসে সমস্যার মুখে পড়তে হয় দমকল বিভাগের কর্মীদের। এ ব্যাপারে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে হাসপাতালের সামনে জাতীয় সড়কে প্রায় সময় যানজট লেগে থাকে। তাতে বিশালগড় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্যভিজ্ঞ মহলের দাবি, বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে একজন ট্রাফিক কর্মী থাকলে হয়তো আগামীদিনে জাতীয় সড়কে যানজট লেগে থাকবে না। তবে অনেকসময় বিশালগড় মহকুমা হাপাতালের মূল ফটকের দৃশ্য দেখলে মনে হবে , এটা হাসপাতালের মূল ফটক নয়, বরং বাইক পার্কিংয়ের জায়গা।বিশালগড় হাসপাতাল চত্বরে বিশেষ করে হাসপাতালে ইমারজেন্সি বিভাগে প্রবেশের মূল ফটক এলাকায় যানজট দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *