Large quantity of timber was seized : চেবরি এলাকায় অভিযান চালিয়ে মালবাহী অটো থেকে প্রচুর পরিমাণ কাঠ আটক

তেলিয়ামুড়া, ২৬ আগস্ট : পাচারকালে কাঠ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চেবরি এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী অটো থেকে প্রচুর পরিমাণ কাঠ আটক করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা বৃহস্পতিবার কাকভোরে অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী টাটা অটো গাড়ি সহ প্রচুর পরিমাণ অবৈধ চেরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন চেবড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অবৈধ সেগুন চোরাই কাঠ বুঝাই টিআর০১এপি১৯০৯ নম্বরের একটি টাটা অটো গাড়ি আসছিল। এই খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে চেবড়ি এলাকা থেকে অবৈধ চেরাই সেগুন কাঠ সহ গাড়িটি আটক করেছে। উদ্ধার করা কাঠ সহ গাড়িটি তেলিয়ামুড়াস্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন দফতরের কর্মীরা।


জানা গেছে, গাড়িতে থাকা অবৈধ চেরাই সেগুন কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষাধিক টাকা। অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও সহ চালক বনকর্মীদের আসতে দেখে গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এমনটাই তেলিয়ামুড়া বনদপ্তর অফিস সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *