নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ আগস্ট৷৷ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্রকরে বাইখোড়া থানার দারস্থ হলো গৃহবধূর পরিবারের লোকজন৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি ক্যাম্প পাড়ার বাসিন্দা আশিস মজুমদার ( কিশোর) সাব্রুমের বাসিন্দা রূপা সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধহয়৷ বিয়ের পর কিছুদিন সংসার ঠিকঠাকভাবে চললেও পরবর্তী সময় শুরু হয় সংসারে অশান্তি শুরুহয়৷ অশান্তির জেরে সোমবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় রূপা সিং নিজগায়ে আগুন লাগিয়েদেয় বলে অভিযোগ৷
পরিবারের লোকজনের দাবী গৃহবধূকে আত্মহত্যার পথ বেছেনিতে বাধ্যকরাহয়েছে৷ অগ্ণিকান্ডের পর গৃহবধূকে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসাপাতালে নিয়ে আসাহয়৷ সেখানে কর্তব্যরতচিকিৎস গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জীবি হাসাপাতলে স্থানান্তরিত করে৷ জীবি হাসাপাতলে নিয়ে যাওয়ার পর গৃহবধূ মৃত্যুর মুখে ঢলেপরে৷ অবশেষে আত্মহত্যা করতে বাধ্যকরাহয়েছে এমন অভিযোগ এনে গৃহবধূর বাপের বাড়ীর লোকজন মঙ্গলবার বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করেন৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপগ্রহনকরে৷

