কোভিডের প্রকোপ কমছে ব্রাজিলে, সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই আয়ত্তের মধ্যে

রিও ডি জেনেইরো, ২৪ আগস্ট (হি.স.): ব্রাজিলে দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা ১৪-হাজারের নীচে নেমে এল, দৈনিক মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় একটু বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ৩৭০ জন (আগের দিন ৩৩১ জনের মৃত্যু হয়েছিল) রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৭৪ হাজার ৯৪৪ জন করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১০৩ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৫৮৩,৯৯৪ জন।

ব্রাজিলে এই মুহূর্তে সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই আয়ত্তের মধ্যে রয়েছে। ব্রাজিলে আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৪০৪, সোমবার সারাদিনে আক্রান্ত হয়েছেন ১৩,১০৩ জন, যা অনেকটাই স্বস্তির। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৯,৪৭৯,৯৪৭ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৯,১০৩ জন।