ওয়াশিংটন, ২৩ আগস্ট (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, তিনি কাউকে বিশ্বাস করেন না, তালিবানকেও নয়। হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, আপনি কী তাদের (তালিবান) বিশ্বাস করেন? উত্তরে জো বাইডেন জানিয়েছেন, “আমি তালিবান-সহ কাউকে বিশ্বাস করি না। আমি তোমাকে স্নেহ করি, কিন্তু এমন মানুষের সংখ্যা কম যাঁদের আমি বিশ্বাস করি। তালিবানকে মৌলিক সিদ্ধান্ত নিতেই হবে।”
ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোররাতে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন জো বাইডেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, “ব্যথা, ক্ষয়ক্ষতি ও হৃদয় বিদারক ছবি ছাড়া এত সংখ্যক মানুষকে উদ্ধারের আর কোনও উপায় নেই, এটিই সত্য। দিনের শেষে, আমরা যদি এখন আফগানিস্তান না ছেড়ে যাই, তাহলে আর কবে?” বাইডেন আরও জানিয়েছেন, “আমরা জানি সন্ত্রাসীরা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিরীহ আফগান অথবা আমেরিকান সৈন্যদের টার্গেট করতে পারে। তবে সার্বিক পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি।”

