মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বলিউড পরিচালক মহেশ মঞ্জরেকার

মুম্বই, ২৩ আগস্ট (হি.স.) : ‘বাস্তব’ অভিনেতা সঞ্জয় দত্তের পর ওই সিনেমার পরিচালক মহেশ মঞ্জরেকরের জীবনেও বড়সড় দুঃসংবাদ। মহেশের শরীরেও বাসা বেঁধেছে মারণ রোগ। ক্যানসার আক্রান্ত তিনি। বলিউড অভিনেতা তথা পরিচালক খোদ এ খবর নিশ্চিত করেছেন।

মারণ রোগ বাসা বেঁধেছে মূত্রথলিতে। সদ্য মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে মহেশ মঞ্জরেকরের। দিন কয়েক আগেই এই চরম দুঃসংবাদ আসে অভিনেতার কাছে। এপ্রসঙ্গে পরিচালক-অভিনেতা জানান, ‘আমার অস্ত্রোপচার হয়েছে। আশা করছি সেরে উঠব।’


প্রসঙ্গত, বছর তিনেক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনেও মহেশ মঞ্জরেকরের সঙ্গে সঞ্জয়ের বন্ধুত্ব বেশ গাঢ়। তাঁর পরিচালিত একাধিক ছবিতেই দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। এবার ঘনিষ্ঠ বন্ধুর মতোই মহেশের শরীরেরও থাবা বসাল ক্যানসার। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়েই পরিচালক-অভিনেতার ক্যানসার ধরা পড়ায় চিকিত্‍সা শুরু করা হয়েছে।