Durbar Hall of Ujjayanta Palac : আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসের দরবার হলকে রাজ-আমলের আঙিনায় সাজানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ ত্রিপুরায় পর্যটনের ক্ষেত্রকে আরও প্রসারিত করার উদ্দেশ্যে উজ্জয়ন্ত প্যালেসের দরবার হলকে নতুন আঙিনায় সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ বলে দাবি পর্যটন দফতরের অধিকর্তা তরিতকান্তি চাকমার৷


এক টুইট বার্তায় তরিত চাকমা বলেন, ১২০ বছর পুরনো উজ্জয়ন্ত প্যালেসের দরবার হল ফের একবার রাজ-আমলের আদলে সাজানো হচ্ছে৷ সেই পুরনো ধরন ও সাজানো অনুসারেই প্রস্তুত করা হচ্ছে৷ এতে ললিতকলা আকাদেমি এবং রাজ পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া হয়েছে৷ তিনি এ-সংক্রান্ত একটি স্ক্যাচও প্রকাশ করেছেন৷


প্রসঙ্গত, উজ্জয়ন্ত প্যালেসকে বর্তমানে মিউজিয়াম করা হয়েছে৷ পর্যটকদের জন্য এই প্যালেসকে উন্মুক্ত কর দিয়েছে ত্রিপুরা সরকার৷ অবশ্য, করোনার প্রকোপে আপাতত মিউজিয়াম পর্যটকদের জন্য বন্ধ রয়েছে৷ কিন্তু রাজ আমলের ঐতিহ্য দেখার জন্য করোনাকালের আগে প্রচুর পর্যটক ভিড় করতেন৷ ধারণা করা হচ্ছে, দরবার হল পুনরায় সাজিয়ে তোলা হলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন৷