All the household items were stolen : দিঘালিয়া গ্রামে এক দম্পতিকে ঘরের ভিতর বেধে বিষ খাইয়ে ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। সিধাই থানা এলাকার দিঘালিয়া গ্রামে এক দম্পতিকে ঘরের ভিতর বেধে বিষ খাইয়ে ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


রাতের আধারে চোরের দলের হানা বিপ্লব মণ্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে।ঘরে প্রবেশ করে মালিক বিপ্লব মণ্ডলকে মারধর করে জোর করে বিষ খাইয়ে দিয়ে চুরিকান্ড সংঘটিত করে চলে যায় চোরেরা।ঘটনা মোহনপুরের দিঘালিয়া এলাকায়।জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক একটা নাগাদ বিপ্লব মণ্ডল ও তার স্ত্রী দরজা খোলে ঘর থেকে বের হলে চোরেরা তখন ঘরে প্রবেশ করে।বিপ্লব ও তার স্ত্রীকে দঁড়ি দিয়ে বেধে ফেলে।মারধর করে জোড় করে বিষ খাইয়ে দিয়ে ঘর থেকে রাবারের সিট সহ বেশকিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।বর্তমানে বাড়ির মালিক বিপ্লব ও তার স্ত্রী আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এধরনের চুরি কান্ডের ঘটনা জানানো হয় সিধাই থানায়।


মোহনপুরের দিঘালিয়া এলাকায় এধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে।