নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ আগস্ট৷৷ আবারো একাধিক সড়ক দুর্ঘটনা৷ ঘটনা দুটোই উদয়পুর মহকুমায়৷ প্রথম ঘটনা উদয়পুর পুলিশ লাইন স্থিত আগরতলা উদয়পুর জাতীয় সড়কে৷ বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ যান দুর্ঘটনা সংগঠিত হয় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ধবজনগর পুলিশ লাইন মোড়ে৷ একটি মারুতি অলটো গাড়ির সাথে মাছ বহনকারী একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ মারুতি অলটো গাড়িটি উদয়পুর থেকে পুলিশ লাইনের দিকে বাকনেওয়ার সময় হঠাৎ আগরতলার দিক থেকে মাছ নিয়ে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় অল্টো গাড়িটিকে৷
এ ঘটনায় অলটো গাড়িতে থাকা দুজন আরোহী সহ গাড়িচালক গুরুতর আহত হয়৷ এই দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে ফোন করে ঘটনা সম্পর্কে জানানোর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে৷ ঘটনাস্থলে পৌঁছে দমকলের কর্মীরা অলটো গাড়ির আরোহীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷
দ্বিতীয় ঘটনা রাত আনুমানিক নয়টার সময় উদয়পুর কিল্লা থানার অন্তর্গত কুপিলং এলাকায়৷ টিটন নম নামে এক বাইক চালক প্রচন্ড গতিতে একটি বাইক চালিয়ে রাস্তার পাশে থাকা সাইমন খানের বাড়ির ঘরে সজোরে ঢুকিয়ে দেয়৷ ফলে টিটন দেবনাথ, পিতা নির্মল দেবনাথ ঘোরতর আহত হয়৷পরবর্তীতে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা টিটনে অবস্থায় টিটন দেবনাথ নামের ঐ যুবককে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ টিটন দেবনাথ নামের ঐ যুবককের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক উনাকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করেন৷ দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে সংশ্লিষ্ট মহল মনে করেন কমমমম

