নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷এ বছর ফেবয়ারি থেকে ১০০টি অপারেশন সম্পন্ন হল রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে৷ উল্লেখ্য গত মাসে ১৫০টি মাইনর সার্জারি সম্পন্ন হয়েছে এই ক্যান্সার সেন্টারে৷
সম্পতি ৫২ বৎসরের জনৈকা ভদ্রমহিলার মুখের বাক্কাল মিউকোসাতে ক্যান্সার শনাক্ত হয়৷ তারপর তাকে কেমোথেরাপি দেওয়া হয়৷ সম্পতি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তার অে’াপচারের সিদ্ধান্ত নেন৷ সেই অনুসারে গত ১০ আগস্ট সকাল ১০.১৫ টা নাগাদ অ্যানেসথেসিয়া প্রদান করেন অ্যানেসথেসিস্ট ডাঃ পার্থ দেববর্মা ও ডাঃ মৃণাল দেববর্মা৷ এরপর সার্জারি শুরু করেন অঙ্কোসার্জন ডাঃ আশিস কুমার গুপ্তা, ডাঃ প্রীতেশ রাজীব সিং, সার্র্জরির পিজি ডাঃ অমরেশ ভৌমিক এবং ডেন্টাল সার্জন ডাঃ তন্নিষ্ঠা চৌধুরী৷ এই দুরূহ অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন তারা৷ রোগীকে আই সি ইউ তে স্থানান্তরিত করা হয়েছে৷ তার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে৷ এই অে’াপচারে স্টাফ নার্স ছিলেন প্রিয়াঙ্কা নাথ, সুুবত সাহা ও পায়েল রায়৷ ও টি অ্যাসিসটেন্ট ছিলেন অলান দাশগুপ্ত ও কৃষ্ণ ত্রিপুরা৷ অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিকেল সুুপার এক বি’প্তিতে এই সংবাদ জানিয়েছেন৷