নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অগাস্ট।। ত্রিপুরার প্রথম ভূমিকন্যা প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হওয়ায় গর্বিত রাজ্যবাসী। তাই, মন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম ত্রিপুরা সফরে আশীর্বাদ যাত্রার প্রস্তুতি নিয়েছে বিজেপি। ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত সারা ত্রিপুরায় তিনি যাবেন এবং সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করবেন। এ-বিষয়ে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মণ বলেন, স্বাধীন ভারতে এই প্রথম ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ত্রিপুরার ভূমিকন্যা প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় সমগ্র রাজ্যবাসী ভীষণ আনন্দিত এবং গর্বিত। তাই, তাঁকে ঘিরে উত্সাহের সীমা নেই। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর প্রতিমা ভৌমিককে সবাই কাছে পেতে চাইছেন এবং তাঁকে শুভেচ্ছা জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তাই, তাঁকে ঘিরে আশীর্বাদ যাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ আগস্ট প্রতিমা ভৌমিক ত্রিপুরায় আসবেন। আগরতলা বিমান বন্দর থেকে তিনি মিছিল করে প্রদেশ কার্যালয়ে আসবেন। সেখানে তাঁকে মন্ত্রী, বিধায়ক ও বিজেপির পদাধিকারীরা শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। সাক্ষাত শেষে তিনি পুণরায় বিমান বন্দরে যাবেন এবং হেলিকপ্টারে উত্তর ত্রিপুরা জেলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
কিশোর বাবুর কথায়, উত্তর ত্রিপুরা থেকে প্রতিমা ভৌমিক আশীর্বাদ যাত্রায় অংশ নেবেন। রাজ্যের প্রতিটি জেলায় তিনি সড়ক পথে যাবেন। কিশোর বর্মণ বলেন, ধর্মনগর থেকে সাব্রুম এবং সেখান থেকে সোনামুড়া হয়ে তিনি আগরতলায় ফিরে আসবেন। সকলের কাছ থেকেই তিনি আশীর্বাদ গ্রহণ করবেন। তাঁর ওই আশীর্বাদ যাত্রা উপলক্ষ্যে বিজেপি বিধায়ক গণ নিজ নিজ এলাকায় বিশেষ বন্দোবস্ত করবেন। এছাড়া, প্রদেশ কমিটির কয়েকজন কর্মকর্তা সর্বক্ষণ তাঁর সাথে থাকবেন। কিশোর বর্মণের কথায়, ওই আশীর্বাদ যাত্রাকে ঘিরে এখনই বিপুল উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

