নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অগাস্ট।। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আরও দুই জনকে আমবাসা থানার পুলিশ গ্রেফতার করেছে। আজ তাঁদের ধলাই জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত দুজনকেই ১৬ আগস্ট পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার আমবাসা বেতবাগান এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় আমবাসা থানার পুলিশ বুধবার গভীর রাতে আগরতলায় গাড়ি চালক কমল ভৌমিক এবং তৃণমূল কংগ্রেস কর্মী সুরজিত সূত্রধরকে গ্রেফতার করেছে। তাদের দুজনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালক কমল ভৌমিকের স্ত্রী অভিযোগ করেন, কোন কারণ উল্লেখ না করে ভয়ভীতি দেখিয়ে তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে পুলিশ। অথচ, তাঁর স্বামীর কোন সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিলেন না।
আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেন ওই দুইজনের বাড়িতে গিয়েছেন। তাঁদের পরিবারের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ত্রিপুরায় গণতন্ত্রের নামে জুলুম হচ্ছে। মিথ্যা মামলায় পুলিশ ফাসিয়ে দিচ্ছে। কিন্ত, এইভাবে দমন-পীড়নের মাধ্যমে তৃণমূলকে দমানো যাবেনা, হুশিয়ারী দেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার পুলিশ ধৃত দুইজনকে আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে সোপর্দ করেছে। আদালত তাদের ১৬ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। এ-বিষয়ে সরকার পক্ষের আইনজীবী সুবীর দাস জানান, আগামী সোমবার পুনরায় তাদেরকে আদালতে তোলা হবে। ওইদিন পূর্বে যে ৫ জন তৃণমূল কর্মীকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল তাদেরকেও আদালতে একইসঙ্গে তোলা হবে।

