নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজবাড়ি সংলগ্ন এলাকায় শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরপুরুষ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম প্রয়াণ দিবস আজ রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজবাড়ি সংলগ্ন এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্যোক্তারা জানান অন্যান্য বছর প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান ,বক্তৃতাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করা হতো। কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। করোনা বিধি মেনে সংক্ষিপ্ত ভাবে ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিয়ের পুরুষদের সম্পর্কে ছাত্র যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।
তারা আরো বলেন বিয়ের শহীদরা যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদান দিয়েছিলেন সেই উদ্দেশ্য এখনো পুরোপুরি সফল হয়নি। দেশের সরকার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি হচ্ছে। নানাভাবে গরিব অংশের মানুষের ওপর চাপ বৃদ্ধি করা হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরও স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল না হওয়ায় উদ্যোক্তারা আক্ষেপ করেন।আগরতলা শহর শহরের অন্যান্য স্থানসহ রাজ্যের সর্বত্রই শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।