নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে এবার পরীক্ষা করা হবে মিশ্র টিকার কার্যকারিতা। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড টিকর মিশ্রণ স্টাডি করার জন্য অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবকদের শরীরে এই মিশ্রণ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখা হবে, তা কোভিডকে ঠেকাতে সক্ষম কি না।
ভারতে ইতিমধ্যেই অনেকের শরীরে কোভিডের ডেল্টা প্রজাতির সন্ধান মিলেছে। ফলে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় কোভ্যাক্সিন ও কোভিশিল্ড টিকর মিশ্রণ স্টাডি করার জন্য অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। পরীক্ষামূলক ফল কী আসে, তা জানার অপেক্ষায় দেশবাসী।