সংক্রমণের হার বাড়ছেই, ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিডে ৫৫৯ জনের মৃত্যু

ওয়াশিংটন, ৬ আগস্ট (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আমেরিকায়, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৫৫৯ জনের প্রাণ। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২০,৯৪৫ জন। আমেরিকায় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ৮৭৯ জনের।

আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২০,৯৪৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৬,৩০১,৭৪৪-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৯,৮০৫,৫৯৩ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,৮৬৪,২৭২ জন।