শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে নিকেশ হল দুই সন্ত্রাসবাদী। শনিবার সকালে পুলওয়ামা জেলার দাচিগাম অরণ্যের সাধারণ এলাকা, নামিবিয়ান ও মারসারের মাঝে গুলির লড়াই শুরু হয়। সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে দাচিগাম অরণ্যের সাধারণ এলাকা, নামিবিয়ান ও মারসারের মাঝে সন্ত্রাসবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে দু’জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।