ভিন্দ (মধ্যপ্রদেশ), ৩১ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভিন্দ কারাগারের বারাক দেওয়াল। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে কমবেশি আহত হয়েছেন ২২ জন বন্দী। দেওয়াল ভেঙে পড়ায় ৬ নম্বর বারাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ জন বন্দীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, জেলের বিল্ডিং ১৫০ বছরের পুরানো, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণেই সম্ভবত বারাক দেওয়াল ভেঙে পড়েছে।
ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার ঝা জানিয়েছেন, “শনিবার সকাল ৫.১০ মিনিট নাগাদ ৬ নম্বর বারাকের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। এই জেল ১৫০ বছরের পুরানো। দেওয়াল ভেঙে পড়ায় ৬ নম্বর বারাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ জন বন্দীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, ২২ জন বন্দীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে গোয়ালিয়রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভিন্দ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দেওয়াল যখন ভেঙে পড়ে তখন ২৫৫ জন বন্দী ছিলেন কারাগারে।

