বেঙ্গালুরু, ২৮ জুলাই (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বছর ৬১-র লিঙ্গায়েত নেতা বাসবরাজ বোম্মাই। বুধবার বেলা এগারোটা নাগাদ কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাসবরাজ বোম্মাই। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে বাসবরাজকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা-সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন সকালে বেঙ্গালুরুর ভগবান শ্রী মারুতি মন্দিরে গিয়ে পূজার্চনা করেন বাসবরাজ বোম্মাই। পরে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। বেলা এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তার আগেই রাজভবনে পৌঁছে যান বাসবরাজ বোম্মাই ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। বি এস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হেবন, তা ঠিক করতে মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিজেপি-র পরিষদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকেই কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ এস বোম্মাইকে বেছে নেয় বিজেপি পরিষদীয় দল। মঙ্গলবার রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে দেখা করেন বোম্মাই। এরপর বুধবার বেলা এগারোটা নাগাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
উল্লেখ্য, বোম্মাইয়ের পরিবার থেকে কর্নাটকে কুর্সিতে বসেছেন তাঁর বাবা এস আর বোম্মাইও। ২০০৮ সালে জেডিইউ থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বোম্মাই। তার পর থেকে কর্নাটকের রাজনীতিতে এই ৬১ বছরের লিঙ্গায়েত নেতার উত্থান চোখে পড়ার মতো। ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ বলেই পরিচিত বোম্মাই।