নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। উইকেন্ড কারফিউর দ্বিতীয় দিনেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক মানুষকে পুলিশ আইন অমান্য করার দায়ে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসনের তরফ থেকে শনিবার ও রবিবার গোটা রাজ্যে কারফিউ জারি করা হয়েছে।
জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত লোকজন ছাড়া অন্যান্যদের উইকেন্ড কারফিউ চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ একাংশের মানুষ সরকারি ও প্রশাসনিক এই নির্দেশ অমান্য করে ব্যাপক হারে রাস্তাঘাটে বাজার হাটে চলাচল করতে শুরু করেছেন। তারা আইন-কানুনের তোয়াক্কা করছেন না। বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করছে। রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে পুলিশ এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেছে। রবিবার উইথ কারফিউর দ্বিতীয় দিনে রাজধানী আগরতলা শহর এলাকায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোমতী জেলার উদয়পুরে উইকেন্ড কারফিউ অমান্য করায় রবিবার ১০ জনকে গ্রেফতার করা হয়। রাজ্যের অন্যান্য স্থানেও পুলিশ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করেছে বলে জানা গেছে। উল্লেখ্য অরুনা কারফিউ নিয়ে একাংশের মানুষের মধ্যে কোন ধরনের ভ্রুক্ষেপ নেই। একাংশের মানুষ অসচেতনভাবে আবার একাংশের শিক্ষিত অংশের মানুষ আইন-কানুনের তোয়াক্কা না করে করোণা বিধি অমান্য করে চলেছেন। এসব কারণেই রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কিছু অসচেতন মানুষ ও একাংশের শিক্ষিত মানুষের অত্যুৎসাহী মানসিকতার কারণে করোণা ভাইরাস সংক্রমণ বিস্তৃতি লাভ করে চলেছে। প্রশাসনকে এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করা প্রয়োজন বলে সচেতন অংশের মানুষজন মনে করেন। প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করলেই ওইসব অসচেতন মানুষজনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে অনেকেই মনে করছেন।

