বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ২৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারল একটি ট্রাক। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ১২ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কুরসি রোডে। শনিবার সকালে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ট্রাক্টর-ট্রলিতে চেপে সীতাপুর জেলার বামুলা পারা গ্রামের বাসিন্দারা সাত্রিখ থানার অন্তর্গত নাগ দেবতা মন্দিরের মজিথা মেলায় যাচ্ছিলেন।
পুলিশ সুপার যমুনা প্রসাদ জানিয়েছেন, কুরসি রোডে বদরুদ্দিন গ্রামের কাছে তাঁদের ট্রাক্টর-ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের এবং ১২ জন আহত হয়েছেন। মৃতদের নাম-সন্তোষ (৪০), বীরেন্দ্র (২৫), ছোটু (৩৫) ও ময় দেবী (৫০)। আহত ১২ জনের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

