নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বিরোধীদের তুমুল হইচইয়ের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গেল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পেগাসাস, কৃষি আইন-সহ বিভিন্ন ইস্যুতে হইচই করতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা। প্রথমে দুপুর বারোটা, পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। দুপুর দু’টোর সময় অধিবেশন শুরু হলেও হাঙ্গামা চলতে থাকে।
এমন সময় পেগাসাস প্রোজেক্ট মিডিয়া রিপোর্ট নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। বিরোধীরা করেন বিরোধীরা। তারপর দিনের মতো রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।