নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। সংসদ অচল রাখার উদ্দেশ্যেই বিরোধীরা পেগাসাস রিপোর্ট নিয়ে হৈচৈ শুরু করেছেন। অথচ ওই রিপোর্টের কোন বাস্তব ভিত্তি নেই। আজ নয়াদিল্লি সাংবাদিকদের মুখোমুখি বিরোধীদের এভাবেই বিধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার করোনার বিরুদ্ধে তীব্র লড়াই জারি রেখেছে। এই পরিস্থিতিতে সরকারের সহায়তার বদলে বিরোধীরা সংসদ মুলতুবির প্রস্তাব এনেছেন।
তিনি বলেন, আমরা কখনো এমন মহামারীর সম্মুখীন হয়নি। অতীতে এধরনের ভয়াবহ পরিস্থিতিতে প্রচুর সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে। অথচ, বর্তমানে তেমন মৃত্যুর ঘটনার সাক্ষী হয়নি আমাদের দেশ। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে এগিয়ে এসে মহামারীর মোকাবিলা ও সহযোগিতা চেয়েছেন। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সংসদ অধিবেশন শুরুর এক দিন পূর্বে ফোন টেপিং-র খবর প্রকাশিত হয়েছে এবং বিরোধীরা এই বিষয়টি নিয়ে চিত্কার শুরু করেছেন। তাঁরা চাইছেন না সংসদ চলুক, যা এই মুহুর্তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য খুবই জরুরি।
তিনি অতীতের প্রসঙ্গ টেনে এনে বলেন, সমাজবাদী পার্টির সাংসদ অমর সিং ২০০৬ সালে কংগ্রেস জমানায় এমনই অভিযোগ এনেছিলেন। তত্কালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, কর এবং অর্থ তছরুপকারীদের বিরুদ্ধে টেপিং ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি সুর চড়িয়ে বলেন, কংগ্রেস ফোন টেপিং করেছে তা অতীতে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ এখনো মজুদ রয়েছে। কিন্ত, এখন তাদের কাছে কোন ইস্যু নেই, মানুষকে বিভ্রান্ত করছেন।