নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ জুলাই।। পতিছড়ী ড্রপগেইট এলাকায় সি পি আই এম এর কার্যালয়ে অগ্নিসংযোগ করলো দুস্কৃতি কারীরা এমনটাই অভিযোগ। ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় সি পি আই এম এর কার্যালয়ে আগুন দেখতে পায় এলাকাবাসী।
ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার দমকল বাহীনির কর্মীদের। ঘটনার খবরপেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রনে আনার পর দেখাগেলো অগ্নিকান্ডে পার্টি অফিসের আসবাপত্র পুরে ছাই হয়েযায়। করোনা কারফিউর ফলে বেলা ২ টার পর বজারে দোকান পাঠ বন্ধথাকে।
এরই সুযোগবোঝে দুস্কৃতি কারীরা অগ্নি সংযোগ ঘটায় বলে অভিযোগ। রাজ্যে পরিবর্তনের পর দীর্ঘ ৩ বছর পর গত কিছুদিন আগে পতিছড়ী ড্রপগেইট এলাকায় এই পার্টি অফিস খোলে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো সি পি আই এম সমর্থীত কর্মীরা। আজ অগ্নিকান্ডে এই পার্টে অফিসের অধিকাংশ পুড়ে ছাইহয়েযায়। কে বা কাহারা এই অগ্নিকান্ডের সাথে জরিত তার খোঁজ মেলেনি এখনো।