মোদী মডেল অনুসরণ করেই ত্রিপুরায় মন্ত্রিসভা রদবদল ও সম্প্রসারণ

আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের প্রতিচ্ছবি ত্রিপুরায়ও দেখা যাবে। মোদী মডেলকে অনুসরণ করেই ত্রিপুরা মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। মূলত, ২০২৩ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিপ্লব কুমার দেবকেই নেতা হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব তুলে ধরবেন। স্বাভাবিকভাবে, তাঁর ইচ্ছাতেই কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা রবদলে সবুজ সংকেত দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ছবি পরিষ্কার হয়ে যাবে। অন্তত, ছয়জন নতুন মুখ ত্রিপুরা মন্ত্রিসভায় দেখা যাবে শীঘ্রই। সাথে অধ্যক্ষের চেয়ারেও নতুন কাউকে আনা হচ্ছে। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের মডেল রাজ্য মন্ত্রিসভায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নরেন্দ্র মোদী ২.০ সরকার আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিছু পুরনো নেতার বদলে নতুন মুখ এনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

প্রদেশ বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জাতীয় রাজধানীতে সফর এবং শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠক ফলপ্রসূ ছিল। তাঁর নেতৃত্বাধীন বিজেপি-আইপিএফটি জোট সরকারের সম্প্রসারণ ও রদবদলের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। সম্ভবত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে ফিরে আসার দিন–কয়েকের মধ্যেই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের আরও দাবি, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। তাই বিভিন্ন জাতি ও সম্প্রদায়ভুক্ত নেতাদের মন্ত্রীর পদে সুযোগ দেওয়া হবে। বর্তমান মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীর সম্ভাব্য বাতিলেরও খবর রয়েছে। এমন–কি গত তিন বছরে নিজেকে সফল বলে প্রমাণ করেছেন যাঁরা, তাঁদেরকেই মন্ত্রী হিসেবে বহাল রাখার সম্ভাবনা আছে। মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণকে রাজ্য রাজনীতিতে বড়সড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ আগামী ২০২৩ সালের মার্চ মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে ত্রিপুরা মন্ত্রিসভায় চারটি শূন্যপদ রয়েছে। সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনটি আসন শূন্য রাখা হয়েছিল। যদিও ২০১৯ সালে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সুদীপ রায়বর্মণকে বহিষ্কারের পর আরও একটি শূন্য হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কয়েকটি মূল সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন দিক থেকে প্রধানমন্ত্রী মোদীর অনুসারী হয়েছেন। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে আসার পর আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য পরিবর্তন করবেন, না–আরও কিছুটা সময় নেবেন।

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিজেপির আরও এক মন্ত্রী পরিবর্তন হচ্ছেন না। তেমনি শরিক দলেরও দুজনই থাকছেন। আইপিএফটি থেকে অতিরিক্ত কাউকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে না। এক্ষেত্রে ছয়জন নতুন মুখ ত্রিপুরা মন্ত্রিসভায় দেখা যাবে। দুজন বাদ পড়বেন। সূত্রের আরও দাবি, মন্ত্রিসভায় নবাগতদের মধ্যে আট জেলা থেকে ছয় জন থাকবেন। তাছাড়া, অধ্যক্ষ হিসেবে নতুন মুখ পশ্চিম জেলা থেকেই দেখা যাবে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ ত্রিপুরায় শাসক দলে রাজনৈতিক সমীকরণ দারুণভাবে পরিবর্তিত হতে দেখবেন রাজ্যবাসী, এমনটাই অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *