বিশালগড়, ১৫ জুলাই : বিশালগড়ে মহিলা ছিনতাইকারীরা এক মহিলার কাছ থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিন দুপুরে নিউমার্কেটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে একটি তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিশালগড় নিউ মার্কেট থেকে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ শিল্পী দাস নামে এক মহিলার ব্যাগ থেকে তিন মহিলা ছিনতাইকারী স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় । শিল্পী দাসের বাড়ি বিশালগড় গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায়। শিল্পী দাস জানিয়েছেন ,মুখে মাস্ক লাগিয়ে উনার ব্যাগ থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। আগামী রবিবার তার মেয়ের বিয়ে। জামাইকে আশীর্বাদে দেওয়ার জন্য সোনার চেইন কিনেছিলেন বলে জানান মহিলা। ঘটনার পর মহিলা বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দিনদুপুরে ছিনতাই কান্ডকে কেন্দ্র করে বিশালগড় নিউ মার্কেট বাজার এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ তল্লাশি তৎপরতা শুরু করেছে। এখনো পর্যন্ত ছিনতাইকারীদের কোন হদিস পায়নি পুলিশ। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ ছিনতাইবাজদের টিকির নাগাল পায় কিনা।