দক্ষতা বিকাশ আত্মনির্ভর ভারতের বড় বুনিয়াদ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ দক্ষতা বিকাশ আত্মনির্ভর ভারতের বড় বুনিয়াদ। নতুন প্রজন্মের যুবসমাজের দক্ষতা বিকাশ জাতীয় প্রয়োজন। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে প্রোগ্রামের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, “এই নিয়ে দ্বিতীয়বার করোনা মহামারীর মধ্যে এই দিনটি উদযাপন করছি আমরা। ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে-র গুরুত্ব অনেকটাই বাড়িয়েছে এই বৈশ্বিক মহামারীর চ্যালেঞ্জ।…আমি অত্যন্ত খুশি যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে ১.২৫ কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে প্রোগ্রামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন প্রজন্মের যুবসমাজের দক্ষতা বিকাশ জাতীয় প্রয়োজন ও আত্মনির্ভর ভারতের জন্য বড় বুনিয়াদ। বিগত ৬ বছরে যে বুনিয়াদ তৈরি হয়েছে, যে নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সর্বশক্তি দিয়ে আমাদের নতুনভাবে স্কিল ইন্ডিয়া মিশনকে আরও গতি দিতে হবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে বিশ্বে দক্ষতার এতটাই চাহিদা যে, যে দক্ষ হবে তাঁরই উন্নতি হবে। ব্যক্তি বিশেষের পাশাপাশি দেশের ক্ষেত্রেও তা প্রযোজ্য।” মোদী বলেন, “কী করণীয় সে সম্পর্কে শিক্ষা যদি আমাদের অবগত করে, তাহলে দক্ষতা আমাদের শেখায় সেই কাজ বাস্তবে কেমন হবে। স্কিল ইন্ডিয়া মিশন এই সত্য, এই প্রয়োজনের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে চলার কার্যক্রম।” যুব সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্বের জন্য একটি স্মার্ট ও স্কিল্ড ম্যান পাওয়ার সলিউশন ভারত দিতে পারে, এটা আমাদের নতুন প্রজন্মের স্কিলিং স্ট্রাটেজির মুলে থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *