জম্মু, ১৪ জুলাই (হি.স.): জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ফের উড়তে দেখা গেল সন্দেহজনক ড্রোন। রাতের অন্ধকারে ড্রোন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। এর পরেই পাকিস্তানের দিকে ফিরে যায় ওই ড্রোনটি। ১৩-১৪ জুলাই মধ্যরাতে জম্মুর আর্নিয়া সেক্টরে ড্রোন দেখা গিয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফ জানিয়েছে, ‘১৩-১৪ জুলাই রাতে আর্নিয়া সেক্টরে লাল আলো দেখতে পান বিএসএফ জওয়ানরা। আলোটি কখনও জ্বলছিল, কখনও নিভছিল। তা দেখে জওয়ানরা সেই আলো লক্ষ্য করে গুলি চালান। এরপর সেটি ফিরে যায়। ওই এলাকায় আমরা তল্লাশি চালিয়েছি। কিন্তু কিছু পাওয়া যায়নি।’