Schoolboy injured : বাসের ধাক্কায় গুরুতর জখম এক স্কুল পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুলাই৷৷ বাসের ধাক্কায় গুরুতর জখম এক সুকল পড়ুয়া৷ আহতের নাম রিতম দেবনাথ (৯)৷ ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া সুকলসংলগ্ণ জাতীয় সড়কে৷ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকেলে সুকলপড়ুয়া ছাত্রটি রথ দেখে বাড়ি ফেরার পথে জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ এলাকায় আসতে পেছন দিক থেকে আসা দ্রুতগামী বাস যার নম্বর টিআর ০১ সি ১২৯৮ পেছন দিক থেকে রিতম কে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে রিতম৷

পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা রিতম কে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি গাড়ি করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী টিএমসিতে রেফার করে দেয়৷জাতীয় সড়কের বিশালগড় থানাধীন বিভিন্ন এলাকায় যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এ অবস্থায় অবশ্য বিশালগড় ট্রাফিক ইউনিটের কর্তব্যে খামখেয়ালিপনার অভিযোগ উঠে আসছে৷ বিশালগড় এর দুর্ঘটনা প্রবণ এলাকা গুলি চিহ্ণিত করে অতিসত্বর যদি ট্রাফিক কর্মীদের ডিউটির ব্যবস্থা না করা হয় তাহলে কোনভাবেই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে অভিমত বিশেষজ্ঞ মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *