ইরাকের কোভিড হাসপাতালে আগুন, কমপক্ষে ৫০ জনের মৃত্যু

বাগদাদ, ১৩ জুলাই (হি.স.): ইরাকের নাসিরিয়া শহরের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৫০ জন রোগীর। সোমবার নাসিরিয়া শহরে অবস্থিত আল-হুসেন হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন করোনা-রোগীর মৃত্যু হয়েছে, জখম ও আহতের সংখ্যা ৬৭-র বেশি। সরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৪৪। সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোভিড ওয়ার্ডের ভিতরে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের জেরে আগুনের সূত্রপাত।

হাসপাতালের ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে, তাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমি। এদিকে, মৃত রোগীদের পরিজনরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মৃতদের আত্মীয়রা, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দু’টি গাড়িতে। আঞ্চলিক স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, যখন আগুন লেগেছিল তখন কমপক্ষে ৬৩ জন ছিলেন কোভিড ওয়ার্ডের ভিতরে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, কোভিড ওয়ার্ডের ভিতরে জোরালো শব্দ শোনা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।