Rath Yatra in Puri : ভক্তশূন্য রথযাত্রা পুরীতে, ৪৮ ঘণ্টা জারি কার্ফু জারি

পুরী, ১১ জুলাই (হি.স.) : চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা আবহে ভক্ত সমাগম ছাড়াই পুরীতে হবে রথযাত্রা। ৪৮ ঘণ্টা কার্ফু ঘোষণা করা হয়েছে। আজ রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত জারি থাকবে কার্ফু।

এনিয়ে দ্বিতীয় বছর পুরীর রথযাত্রা সরাসরি দেখতে পারবেন না ভক্তরা। ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই সব হোটেল, লজ, গেস্ট হাউজ খালি করে দিতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না বলে জানিয়েছেন জেলা শাসক সামর্থ বর্মা। তিনি জানিয়েছেন, জরুরি প্রয়োজন হলে সাধারণ মানুষ কোনও সমস্যার সম্মুখীন হবেন না। পুলিশ কর্মীদের সহযোগিতার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরীর জগন্নাথের মন্দির সহ যে রাস্তা দিয়ে রথ যাবে, তার ৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে।

ছাদে উঠে কোভিড বিধি ভেঙে রথযাত্রা না দেখতেও অনুরোধ করেছেন কালেক্টর সামর্থ বর্মা। তাঁর কথায়, সবাই টিভি বা ইন্টারনেটের মাধ্যমে রথযাত্রা দেখুন।
কার্ফু পর্বে দমকল, স্যানিটাইজেশন, চিকিৎসা, টেলিকম পরিষেবার মতো জরুরি পরিষেবা জারি থাকবে। ১৮০০-৩৪৫-৭৪৯৫ হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে এই নম্বরে ফোন করতে পারবেন সাধারণ মানুষ।