old woman rescued : করিমগঞ্জে উদ্ধার পেচারথলের বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ জুলাই৷৷ পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জে উদ্ধার ঊনকোটি জেলার পেচারথলের বৃদ্ধা মহিলাকে অবশেষে আজ চুরাইবাড়িতে নিয়ে গিয়ে ত্রিপুরা পুলিশের হাতে সমঝে দিল করিমগঞ্জ জেলার রবীন হুড আর্মির সদস্যরা৷জানা গেছে আজ করিমগঞ্জ শহরের পোয়ামারাতে এক ভবঘুরে মহিলাকে এদিক সেদিক ঘুরতে দেখে করুণা হয় স্থানীয় রবীন হুড আর্মির কর্মীদের৷পরে তারা উক্ত মহিলার কাছে গিয়ে তার পরিচয় জেনে সঙ্গে সঙ্গে ত্রিপুরা পুলিশের সাথে যোগাযোগ করেন৷

তাদের ডাকে সাড়ে দিয়ে তাৎক্ষনিক মহিলাকে সমঝে নিতে সম্মতি জানায় পেচারথল থানার পুলিশ৷এ মর্মে আজ বিকালে লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের সভাপতি গৌতম দে র ব্যবস্থাপনায় ভাড়া গাড়িতে করে উক্ত মহিলাকে অসমএত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি পুলিশ চেক গেইটে পৌছান রবীন হুডের কর্মীরা৷সেখানে তাকে সমঝে নেন পেচারথল থানার পুলিশ সহ নিখোজ মহিলার পরিবারের লোকেরা৷এ মর্মে পেচারতল থানার ওসি জাহাঙ্গীর হুসেইন জানান যে, গত কিছু দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোজ ছিলেন লাবনী চাকমা(৬০)নামের এই মহিলাটি৷

উনি বিগত কিছুদিন ধরে মানসিক অবসাদেও ভূগছিলেন৷এ মর্মে পুলিশে নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করেছিলেন উনার বড় পুত্র৷অবশেষে এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রবীন হুড আর্মির সদস্যদের ধন্যবাদ জানান পেচারথল থানার ওসি সহ মহিলার পরিবারের লোকেরা৷এই মহৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন রবীন হুড আর্মি করিমগঞ্জের পক্ষে সুজন দেবরায় সঞ্জীব দাস সুজিত সিনহা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *