ব্যক্তিত্ব ও জ্ঞানের জন্য প্রশংসিত রাজনাথ দারুণ প্রশাসক : মোদী

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি নেতা রাজনাথ সিংকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনাথ সিংকে দারুণ সাংসদ ও প্রশাসক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, স্নেহময় ব্যক্তিত্ব ও জ্ঞানের জন্য বর্ণালীজুড়ে প্রশংসিত রাজনাথ সিং। প্রধানমন্ত্রী ছাড়াও রাজনাথ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা।

শনিবার রাজনাথ সিংয়ের ৭০তম জন্মদিন, এদিন সকালে প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “আমাদের মন্ত্রিসভার সহকর্মী রাজনাথ সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা। স্নেহময় ব্যক্তিত্ব ও জ্ঞানের জন্য বর্ণালীজুড়ে তিনি প্রশংসিত হন। তিনি একজন অসামান্য সাংসদ ও প্রশাসক। দেশের সেবায় নিবেদিত তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য কামনা করছি।”

১৯৫১ সালে উত্তর প্রদেশে জন্ম রাজনাথ সিংয়ের। বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে দলের হয়ে কাজ করেছেন তিনি। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতিও ছিলেন। তিনি অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *