Earthquake Manipur : ৪.৫ তীব্রতার ভূমিকম্প মায়ানমারে, কাঁপল মণিপুরও

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কাঁপল মায়ানমার। কম্পনের টের পাওয়া গিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরেও। শুক্রবার সকাল ৫.৫৬ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৫৬ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরেম, ২৪.৭০ অক্ষাংশ এবং ৯৪.৯৯ দ্রাঘিমাংশ। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।