নয়াদিল্লি, ৮ জুলাই : কাল সপথ নিয়ে আজকেই মন্ত্রকের দায়িত্ব বুঝে নিলেন প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় মন্ত্রীর গুরু দায়িত্ব পেয়ে তিনি আপ্লুত। আজ তাকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। সাথে তিনি পদস্থ আধিকারিকদের সাথে তাঁর পরিচয় করিয়ে দিয়েছেন।
প্রতিমা ভৌমিক আজ সামাজিক মাধ্যমে বলেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী হিসেবে আজ দায়িত্বভার বুঝে নিয়েছি। তাঁর প্রতি অগাধ আস্থা রাখার জন্য তিনি হৃদয়ের অন্তস্থল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য থেকে আইন, রেল থেকে তথ্যপ্রযুক্তি-বিভিন্ন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন মোদীর নতুন মন্ত্রীরা। বৃহস্পতিবার সকালে ভারতীয় রেলের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণ। এদিনই রেল ভবনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দানভে রাওসাহেব দাদারাও এবং দর্শনা বিক্রম জারদোশ। রেল ছাড়াও তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অশ্বিনী বৈষ্ণ। অশ্বিনীর ডেপুটি হিসেবে এদিন দায়িত্বভার গ্রহণ করেছেন রাজীব চন্দ্রশেখর।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ ঠাকুর। সকালেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন অনুরাগ ঠাকুর। ভারতের নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী করা হয়েছে মনসুখ মাণ্ডবিয়াকে, এদিন মনসুখ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর নিজ অফিসে পূজার্চনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতী পওয়ার।
নতুন আইনমন্ত্রী হয়েছেন কিরেণ রিজিজু। আগে ক্রীড়ামন্ত্রী ছিলেন। আর আইন মন্ত্রক ছিল রবিশঙ্কর প্রসাদের হাতে। এদিন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কিরেণ রিজিজু। নতুন আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “আমি আইনমন্ত্রী হচ্ছি, কিন্তু আমার প্রচেষ্টা জারি থাকবে। ক্রীড়া দফতরে থাকার সময়টা স্মরণীয় হয়ে থাকবে। ভীষণ ভালো টিম।”