নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভারতীয় রেলের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণ। বৃহস্পতিবার রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রাক্তন এই আমলা জানালেন, “মোদীজির দৃষ্টিভঙ্গির প্রধান অংশই হল রেল, সেই লক্ষ্যে আমি কাজ করব।” এদিন নতুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, “রেল নিয়ে মোদীজির দৃষ্টিভঙ্গি হল, মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে হবে, সাধারণ মানুষ, কৃষক, দরিদ্র-সকলেই যাতে রেল থেকে উপকৃত হন। আমি সেই লক্ষ্যেই কাজ করব।” রেল ছাড়াও তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অশ্বিনী বৈষ্ণ। এদিন থ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের দায়িত্বভারও গ্রহণ করেছেন অশ্বিনী।
বিগত ১৫ বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণ। রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অশ্বিনী আরও বলেছেন, “বিগত ৬৭ বছর ধরে ভারতীয় রেলে দারুণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে।” পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে এমবিএ এবং কানপুর আইআইটি থেকে এম টেক করেছেন অশ্বিনী বৈষ্ণ।