নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ ঠাকুর। সেইসঙ্গে ক্রীড়া মন্ত্রকও পেয়েছেন। আগে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন অনুরাগ ঠাকুর। দায়িত্ব নেওয়ার পর অনুরাগ ঠাকুর জানিয়েছেন, নিজ মন্ত্রকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে চান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে অনুরাগ ঠাকুর বলেছেন, “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত ৭ বছরে দুর্দান্ত কাজ করেছেন মোদীজি, সেই কাজকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তথ্য ও সম্প্রচার মন্ত্রকে আমার আগে যাঁরা কাজ করেছেন, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পূরণ করার চেষ্টা করব।” অনুরাগ বলেন, “প্রধানমন্ত্রী আমার উপর যে দায়িত্ব ন্যাস্ত করেছেন, তা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”