মস্কো, ৬ জুলাই (হি.স.): রাশিয়ায় সুদূর পূর্বে ২৮ জন যাত্রীকে নিয়ে সম্পর্ক হারিয়ে ফেলল একটি যাত্রীবাহী বিমান। এন-২৬ নামক বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। বিমানটি কি ভেঙে পড়েছে, তা নিয়ে একটা ধোঁয়াশা কৈরি হয়েছে।
৬ জন বিমানকর্মী এবং দুই শিশু-সহ মোট ২৮ জন ছিলেন ওই বিমানে। পালানা শহরে কয়লাখনির কাছে বিমানটি ভেঙে পড়েছে, এমনটাই জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানটির খোঁজে দু’টি হেলিকপ্টার এবং একটি উদ্ধারকারী দলকে কাজে লাগানো হয়েছে।