theft: বিলোনীয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শালটিলা লেইকের পাড় সংলগ্ণ কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ মায়ের গহনা ও প্রণামী বাক্স নিয়ে গেছে চোরেরা৷ একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে বিলোনিয়া পুর পরিষদ এলাকায়৷ বাড়িঘর, দোকান পাট থেকে শুরু করে বাদ যাচ্ছে না দেবালয়৷ রবিবার চোরেরা হানা দিয়েছে ৭০ বছরের পুরোনো কালি মন্দিরে৷ চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মায়ের বিগ্রহের গলা থেকে রুপোর হার সহ প্রনামি বাস্ক চুরি করে নিয়ে৷

স্থানীয় এলাকাবাসীর অনুমান গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে৷ বিলোনিয়া শহরের শালটিলা লেইকের পাড় সংলগ্ণ স্থানে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় করুনাময়ী কালীমন্দির৷ মন্দির কমিটির কর্মকর্তা সুবীর চক্রবর্তী সোমবার প্রাতঃভ্রমণ শেষে বাড়ি পথে মন্দিরের দিকে নজর যেতেই লক্ষ করেন মন্দিরের দরজার তালা নেই৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন তিনি৷ স্থানীয় এলাকাবাসী এসে লক্ষ করেন মন্দিরের দরজা ভাঙা৷ দেখতে পায় মায়ের বিগ্রহের গলায় যে রুপোর হার ছিল সেটা নেই৷ মন্দিরের ভিতরের প্রনামী বাক্সও নেই৷ খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে৷ পুলিশ ঘটনা স্থলে এসে এলাকাবাসীদের সাথে কথা বলে৷চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷