নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল। দুই জ্বালানি তেলের দাম ধীরে ধীরে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সোমবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। এদিন দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে জ্বালানি তেল। মুম্বইয়ে ১০৬ টাকা ছুঁতে চলেছে পেট্রোল, বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩ টাকার বেশি। চেন্নাইয়ে ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম, এবার দিল্লি ও কলকাতাতেও ১০০ টাকা ছুঁইছুঁই এক লিটার পেট্রোলের দাম।
সোমবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৯.৮৬ টাকা এবং ডিজেল ৮৯.৩৬ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৯.৮৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.২৭ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৫.৯২ টাকা এবং ডিজেল ৯৬.৯১ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেল ৯৩.৯১ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.২০ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৭২ টাকা।

