exceptional work : ব্যতিক্রমী কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ব্যতিক্রমী কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করুন৷ নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে কাজ করলে সাফল্য আসবেই৷ আজ প্র’া ভবনে স্বামী বিবেকানন্দের প্রয়াণের ১১৯ তম পুণ্যতিথিতে বিবেকানন্দ বিচার ম’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী আজ প্র’াভবনে আয়োজিত ’’ভারতীয় ব্যবস্থা ও ভারতীয় চিন্তা’’ এই ভাবনায় মন্থন শীর্ষক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিক’তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ তিনি জনকল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের সুুযোগ সম্পর্কে আরও জনজাগরণ তৈরীর লক্ষ্যে ইতিবাচক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন৷

অনুষ্ঠানে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়৷ তাছাড়াও সততার নজির স্থাপনের জন্য আটো চালক সুুজিত বরণ নাথ ও স্বনির্ভর ক’ষক বিক্রমজিৎ চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, গতানুগতিকতার উর্দ্ধে নিজের ভাবনা এবং চিন্তননির্ভর কাজ, নিজেকে যেমন আরও বেশী সমৃদ্ধ করে তেমনি কার্য সম্পাদনেও গতি স’ার করে৷ মুখ্যমন্ত্রী বলেন, নিয়োগ নীতি থেকে শুরু করে, বিভিন্ন প্রকল্পের সুুবিধাভোগী বাছাই, সরকার পরিচালনায় স্বচ্ছতার সাথে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণে কাজ করেছে সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মার্গদর্শনে জনধন একাউন্ট হয়েছে বলেই বিভিন্ন প্রকল্পের সুুবিধা এখন সুুবিধাভোগীগণ সরাসরি পেতে পারেন৷ এর ফলে কোন ধরনের কমিশন আদায়ের সুুযোগ এখন নেই৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের আদর্শ নিজেদের জীবন শৈলীতে অনুসরণ করারও পরামর্শ দেন৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমেই ফোয়াইফাং স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সুুমিত কুরিকে পাহাড়ি এলাকায় কোভিড টিকাকরণের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্বর্ধিত করেন৷ কোভিডকে প্রতিহত করার ক্ষেত্রটিকে প্রাধান্য দিয়ে বৃষ্টির মধ্যেও আশাকর্মী সঙ্গীত দেব আচার্য নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব প্রতিপালন করে নিজ কমর্তব্যের প্রতি দৃষ্টান্ত স্থাপনের জন্য এদিন মুখ্যমন্ত্রী দ্বারা সম্মানিত হন৷ এরপর মুখ্যমন্ত্রী হরিপদ দেববর্মা, অরুনা দেববর্মা, ঊষারাণী দেববর্মা, তরুবালা দেববর্মা, মিতা নাহা দাস রায়, শেফালী দেব ও শর্বরী পালকে সংবর্ধনা ’াপন করেন৷ তাঁরা প্রত্যেকেই বর্তমান সময়ে কর্মক্ষেত্রে নিষ্ঠার পরিচয় দিয়েছেন৷ একই সাথে কোভিড ভ্যাি’নেশনেও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কাজ করে গেছেন৷


এদিনের অনুষ্ঠানে সম্বর্ধনা প্রাপকদের মধ্যে ছিলেন অটোচালক সুুজিত বরণ নাথ৷ তিনি নিজের অটোতে ফেলে যাওয়া এক বাংলাদেশী নাগরিককের মূল্যবান স্বর্ণালংকার ও সামগ্রী ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির সৃষ্টি করেন৷ এরপর সম্বর্ধনা প্রদান করা হয় উদ্যমী যুবক ক’ষক বিক্রমজিৎ চাকমাকে৷ উল্ল্যেখ, বিক্রমজিৎ চাকমা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের যুবক-যুবতিদের আত্মনির্ভর হওয়ার যে আহ্বান জানিয়েছেন তাতে উনুপ্রাণিত হয়ে আপেল ও কুল চাষ করে আজ স্বনির্ভর হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনজাগরণে ভূমিকা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএ সভাপতি প্রফেসর ডঃ মানিক সাহা, বিবেকানন্দ বিচার মে’র সভাপতি তথা ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য, বিবেকানন্দ বিচার মে’র সহ সভাপতি তথা ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত, সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজমদার, প্রধান সচিব জে কে সিনহা, সচিব পি কে গোয়েল প্রমুখ৷