drug addict: নেশা কারবারিকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়েছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। বর্ডার গোলচক্কর এলাকায় এক নেশা কারবারিকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়েছেন এলাকাবাসী। আটক নেশা কার বাড়ির নাম শান্তনু দাস। জানা যায় গভীর রাতে সে এক বাড়ি থেকে নেশা সামগ্রী সংগ্রহ করতে গিয়েছিল। তখনই বর্ডার গোলচক্কর এলাকার মানুষজন তাকে পাকড়াও করেন।

তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক নেশাকারী শান্তনু দাস জানিয়েছে অপর এক যুবক তাঁকে ট্যাবলেট নেওয়ার জন্য পাঠিয়েছিল। উল্লেখ্য বর্ডার গোলচক্কর সহ আগরতলা শহরের বিভিন্ন এলাকায় গন্ধহীন নেশা বিক্রির প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে ভয়ংকর নেশার কবল থেকে মুক্ত করার জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি সমাজ সচেতন মানুষজনকে এগিয়ে আসা জরুরি।