Paddy purchase in Tripura : তেলিয়ামুড়াতে সরকারিভাবে ধান ক্রয় শুরু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই।। যারা মাঠে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, যাতে আশপাশের মানুষেরা খেতে পারে। তারাই সরকারের কাছে ধান বিক্রি করতে এসে হরিয়ানি আর খিদের জ্বালায় দিনভর থাকতে হচ্ছে। এমন এক অদ্ভুত হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়ে রইল তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রণ বাজাজ শেড ঘরে। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এ উদ্যোগে গোটা রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আর তারই অঙ্গ হিসাবে সরকারি ধান ক্রয় কেন্দ্র তেলিয়ামুড়া তো করা হয়েছে। যাতে তেলিয়ামুড়া মহাকুমার কৃষকরা অতি সহজেই সরকারের কাছে ধান বিক্রি করতে পারে। ৩ তারিখ থেকে শুরু হয়েছে। আগামী ১০ তারিখ পর্যন্ত এই ধান ক্রয় প্রক্রিয়া জারি থাকবে। গতকাল থেকেই খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাতে রাজ্য সরকারের খাদ্য, জন-সম্ভরন ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দফতরের সহযোগিতায় জেলার কৃষকদের কাছ থেকে স্ব সহায়ক মূল্যে খারিফ মরশুমে রবি ফসল ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তেলিয়ামুড়া মহকুমা থেকে রাজ্য সরকার ৮০০ মেট্রিক টন ধান ক্রয় করবে। তেলিয়ামুড়া মহাকুমার কৃষকরা সকাল থেকে ধান নিয়ে তেলিয়ামুড়া সবজি বাজারে তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রণ বাজার শেষ ঘরে অস্থায়ী ধান বিক্রয় কেন্দ্রে করা হয়েছে। বিভিন্ন এলাকার কৃষকরা রাজ্য সরকারের নিকট ধান বিক্রি করার জন্য সকাল পাঁচটা থেকেই ধান নিয়ে দাঁড়িয়ে থাকে বিক্রির উদ্দেশ্যে। এদিকে কৃষকরা জানান, রাজ্য সরকার খোলাবাজার থেকে বেশি মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা তারা উপকৃত হয়েছেন।

রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ১৮.৬৮ টাকা মূল্যে ধান ক্রয় করার জন্য প্রত্যেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তবে কৃষকদের মধ্যে থেকে অভিযোগ তুলেছেন সকাল পাঁচটা থেকে ধান বিক্রির জন্য দাঁড়িয়ে থাকেন। সকালের পর দুপুর দুপুরের পর সন্ধ্যা ঘনিয়ে এলে ও ধান বিক্রি করতে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। কৃষকদের আরো অভিযোগ ধান মাপার কাটা কম থাকার কারণে সময় মতন কৃষকরা ধান বিক্রি করে বাড়ি যেতে পারছেন না। কৃষকদের অভিযোগ দফতর থেকে কোন নিয়ম নীতি অবলম্বন না করাতে কৃষকদের ধান বিক্রি করতে দেরি হচ্ছে। এদিকে কৃষকদের অভিযোগ খারিজ করে দেন দপ্তরের দায়িত্বে থাকা করমী। তিনি বলেন নিয়ম অনুসারে ধান ক্রয় করা হচ্ছে কৃষকদের মধ্য থেকে। তবে এ কথা অস্বীকার করেন দুইটি কাটা ধান মাপার জন্য। একটি কল্যাণপুর এর কৃষকদের জন্য আরেকটি তেলিয়ামুড়া কৃষকদের জন্য।